প্রতিনিধি ৭ আগস্ট ২০২৫ , ৬:০৯:৩৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক গাজীপুর:
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় চাঁদাবাজি নিয়ে লাইভ সম্প্রচার করার কয়েক ঘণ্টা পর এক সাংবাদিককে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এই বর্বর ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিন পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে এবং চান্দনা চৌরাস্তা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, ০৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে তুহিন চান্দনা চৌরাস্তা এলাকার ফুটপাত ও দোকান থেকে চলমান চাঁদাবাজির বিরুদ্ধে লাইভ করেছেন। রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেছিলেন, ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।’
পরে একই সময়ে মসজিদ মার্কেটের কাছে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন তুহিন। হঠাৎ কয়েকজন দুষ্কৃতকারী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে জনসম্মুখে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। হামলার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসন থানা ওসি শাহীন খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যার পেছনে কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।