রাজনীতি

যারা একাত্তরের পক্ষে-বিপক্ষে রাজনীতির দ্বন্দ্বে ফিরতে চান তারা চব্বিশের হাতিয়ার হতে পারেন না…নাহিদ ইসলাম

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২৫ , ১:২০:৪৪ প্রিন্ট সংস্করণ

আ জা ডেক্স:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন, যারা আবার একাত্তরের পক্ষে-বিপক্ষে রাজনীতির দ্বন্দ্বে ফিরতে চান, তারা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও প্রগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন।

শুক্রবার (০৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, চব্বিশের গণজাগরণ ছিল অতীতের ভুলের প্রায়শ্চিত্ত ও একটি নতুন রাজনৈতিক সম্ভাবনার সূচনা। এটি ছিল মুক্তিযুদ্ধের মূল্যবোধ সার্বভৌমত্ব, মর্যাদা ও ন্যায়ের আধুনিক পুনঃপ্রকাশ।

নাহিদ লিখেন, যদি আমরা পুরনো আদর্শিক বিভাজনে ফিরে যাই, তাহলে চব্বিশের বিদ্রোহের প্রকৃত অর্থ হারিয়ে যাবে। আমাদের দায়িত্ব হলো সেই পুরনো ‘বাইনারি’ কাঠামো প্রতিরোধ করা, যাতে রাজনৈতিক বিভাজনের জায়গা থেকে এগিয়ে এসে নতুন সংহতির ভিত্তি তৈরি হয়।

তিনি বলেন, একাত্তরের ইতিহাস আমাদের জাতির ভিত্তি হিসেবে সম্মানিত থাকবে, ঠিক যেমন ১৯৪৭ স্মরণীয়। তবে এগুলো আর রাজনৈতিক বৈধতা অর্জনের হাতিয়ার হতে পারে না।

নাহিদ ইসলাম দাবি করেন, চব্বিশের আন্দোলন প্রতিশোধের নয়, বরং এটি ছিল জাতীয় ঐক্য, পুনর্মিলন এবং ভবিষ্যতের জন্য এক নতুন সম্ভাবনার দরজা। তিনি বলেন, যারা চব্বিশকে প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করতে চান, তারা এর মূল আত্মাকে বুঝতে পারেননি। চব্বিশের মর্মকথা হলো ভবিষ্যৎ নির্মাণ, যার ভিত্তি হবে সহমর্মিতা, ঐক্যমত্য ও সম্মিলিত দায়িত্ববোধ।

তিনি আরও বলেন, নতুন প্রজন্ম পুরনো ধাঁচের বিভাজনমূলক রাজনীতি প্রত্যাখ্যান করেছে। এখন সময় চব্বিশের চেতনায় একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যেখানে ভেদাভেদ নয়, বরং সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধই হবে রাজনীতির ভিত্তি।

আরও খবর

Sponsered content