প্রতিনিধি ৮ আগস্ট ২০২৫ , ১:৩১:১৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম:
আগামী ছয় মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রামে (সিএইচটি) ‘স্টারলিংক’ স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার, যার লক্ষ্য পাহাড়ি শিক্ষার্থীদের জন্য ই-লার্নিং সুবিধা সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ তৈরি করা।
প্রাথমিকভাবে এ প্রকল্পের আওতায় ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
তিনি বলেন, এই পদক্ষেপ পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর করে তুলবে, যা তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ সহায়ক হবে।
সুপ্রদীপ আরও বলেন, এটি শুধু একটি সংযোগ প্রকল্প নয়, বরং শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির মাধ্যমে এক বিপ্লব। স্টারলিংকের মাধ্যমে দুর্গম অঞ্চলের শিক্ষার্থীরাও সরাসরি শহরের অভিজ্ঞ শিক্ষকদের অনলাইন ক্লাসে অংশ নিতে পারবে, ফলে শিক্ষার মানে সমতা তৈরি হবে।
উপদেষ্টা জানান, তার মূল লক্ষ্য পার্বত্য অঞ্চলে মানসম্পন্ন শিক্ষার নিশ্চয়তা দেওয়া এবং পাহাড়ি শিক্ষার্থীদের জাতীয় প্রতিযোগিতায় সক্ষম করে তোলা। তিনি বলেন, আমরা কোটা নির্ভর না থেকে, নিজস্ব সক্ষমতা তৈরি করতে চাই। এর জন্য ভালো মানের কলেজ, হোস্টেল ও স্যাটেলাইট-নির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।
সরকার এরই মধ্যে একটি প্রকৌশল কলেজ, নার্সিং কলেজ, অনাথালয়, হোস্টেল ও ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান তিনি।
সুপ্রদীপ চাকমা আরও বলেন, সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে একটি উন্নত ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়তে চায়। পাহাড়ি জনগোষ্ঠী দেশের মূলধারায় সম্পৃক্ত হতে আগ্রহী, এবং এই উন্নয়ন প্রক্রিয়ায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।