জাতীয়

নিবন্ধন প্রক্রিয়ায় ১৬টি নতুন রাজনৈতিক দল প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২৫ , ২:২১:৫০ প্রিন্ট সংস্করণ

প্রচলিত আইন অনুযায়ী, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদনকারী দলকে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি, দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলার কমিটি, এবং ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। এসব কমিটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণও প্রয়োজন। অতীতে দলটির কেউ সংসদ সদস্য থাকলে বা জাতীয় নির্বাচনে কমপক্ষে পাঁচ শতাংশ ভোট পেয়ে থাকলে, সেটিও নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

এছাড়া নিবন্ধনের আবেদন করতে গিয়ে আরও কিছু নির্দিষ্ট নিয়মনীতি মানা বাধ্যতামূলক, যা মূলত প্রাথমিক বাছাইয়ের সময় খতিয়ে দেখা হয়।

নিবন্ধন প্রক্রিয়ার ধারাবাহিকতায় প্রথম ধাপে আবেদন যাচাই করা হয়, এরপর মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে কমিশন একটি তালিকা প্রকাশ করে, যেখানে আপত্তি জানাতে সুযোগ দেওয়া হয়। কোনো আপত্তি উঠলে শুনানির মাধ্যমে তা নিষ্পত্তি করা হয়। আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলকে নিবন্ধন সনদ দেয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, নিবন্ধিত না হলে কোনো রাজনৈতিক দল নিজস্ব প্রতীক ব্যবহার করে নির্বাচনে অংশ নিতে পারে না।

আরও খবর

আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ…প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হুবেই-বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

শেখ হাসিনার ফ্যাসিবাদ অন্যায়ের ভাগীদার হব কেন? : জি এম কাদের

যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের পরিচয়সহ প্রকৃত সংখ্যার নির্ধারণে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি

ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ছাত্রশিবির-এর প্রতিবাদ

আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের রুখতে র‌্যাব কাজ করছে…উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী

Sponsered content