বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এসময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন।

আগামী ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ঢাকায় অবস্থানকালে জাম কামাল খান তার বাংলাদেশি সমকক্ষসহ শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সফরের মূল উদ্দেশ্য হচ্ছে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো।
ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, এ সফরে বাণিজ্য ও বিনিয়োগ খাতে নতুন সম্ভাবনা অনুসন্ধান করা হবে।