প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৫ , ৫:০৩:০০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে বৃষ্টিপাত বৃদ্ধির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে রাতের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
বুধবার (২৭ আগস্ট) প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে যেতে পারে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য তৈরি হয়েছে, যা দমকা বা ঝড়ো হাওয়ার সৃষ্টি করছে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত।