সারাদেশ

তজুমদ্দিনে ভোগ দখলকৃত জমিতে রাতের আধারে ভেকু দিয়ে পুকুর খনন করে দখলের চেষ্টা

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৪ , ১২:৪৯:০২ প্রিন্ট সংস্করণ

আকবর জুয়েল লালমোহন, ভোলা :
ভোলার তজুমদ্দিনে ভোগ দখলকৃত জমিতে রাতের আধারে ভেকু দিয়ে পুকুর খনন ও দোকান তৈরী করে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তজুমদ্দিন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং ৮২৪।
সরেজমিনে গিয়ে জানা যায়, তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের চর কোড়ালমারা মৌজায় এসএ ১৫৬ নং খতিয়ানে মোট ২ একর ৮৪ শতাংশ জমি ক্রয় করে লালমোহনের উপজেলার বাসিন্ধা আবুল কালাম ও তার ছেলে মো. রুহুল আমিন। ক্রয় করার পর এবং আবুল কালাম মারা যাওয়ার পর ওরারিশগণ ও মো. রুহুল আমিন শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগ দখল করে আসছেন। এরই মধ্যে হঠাৎ ওই এলাকার মো. কুট্রি মিয়া, কামাল, লিটন, সবুজ, শরিফ ওই জমি তাদের দাবী করে। এ নিয়ে ভোলার আদালতে মো. রুহুল আমিন দেওয়ানী মামলা দায়ের করে। বর্তমানে মামলা চলমান অবস্থায় রয়েছে। এরই মধ্যে শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে কুট্রিগংরা ওই জমিতে ভেকুনিয়ে প্রবেশ করে এবং রাতেই জমি থেকে মাটি কেটে পুকুর তৈরী করে এবং মাটি দিয়ে ভরাটকৃত জায়গায় পাশের দোকান এনে এখানে রাখে।
মো. রুহুল আমিন বলেন, আমি ব্যক্তিগত কাজে ঢাকায় রয়েছি এই সুযোগে কুট্রিগংরা রাতের আধারে আমার জমিতে ভেকু দিয়ে মাটি কাটিয়ে পুকুর, ভিটা এবং দোকানঘর এনে দখলের চেষ্টা করে। খবর পেয়ে আমি রাতেই ৯৯৯ এ কল করে বিষয়টি জানালে তজুমদ্দিন থানা থেকে ওই এলাকার চৌকিদার, দফাদার ও মেম্বারকে দিয়ে কাজ বন্ধ করতে বললেও তারা কোনো ভাবেই রাতে কাজ বন্ধ করেনাই। রবিবার সকালে আমার আত্মীয়কে ওই এলাকায় পাঠায় এবং তজুমদ্দিন থানায় সাধারণ ডায়েরি করি।
দখলের চেষ্টাকারী মো. কুট্রি মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার জমি আমি দখল করেছি। রাতের আধারে ভেকু দিয়ে মাটি কাটিয়েছেন কেন এবং নিজের জমি হলে রাতে কেন দখলের চেষ্টা করেছেন জিজ্ঞাসা করলে তিনি কোনা সদুত্তোর দিতে পারেনি।
এ ব্যাপারে তজুমদ্দিন থানার এসআই মো. সায়েদুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে এবং দু‘পক্ষকে নিয়ে আগামী রবিবার বসে কাগজপত্র দেখে বিষয়টি মিমাংশার চেষ্টা করা হবে।

আরও খবর

Sponsered content

এবারের ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত, সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তোলা আবশ্যক…প্রধান উপদেষ্টা

সাভারে ১১টি অবৈধ বালু বিক্রেতার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা আদায়

যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ‘সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন’করেছেন…ডোনাল্ড ট্রাম্প

স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সই-সিল জালিয়াতি ও প্রতারণায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

শাপলা চত্বরে ঘটনার বিচার ও ক্ষতিপূরণ নিয়ে হেফাজতে ইসলাম নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা