রাজনীতি

মানুষের প্রগতিশীল চিন্তাকে ‘উগ্রবাদ’ ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে…মির্জা ফখরুল

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৫ , ২:৫৩:৪৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

মানুষের প্রগতিশীল চিন্তাকে ‘ভিন্ন খাতে’ নিয়ে ‘উগ্রবাদ’ ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে তর্ক-বিতর্ক থাকবে, কিন্তু বিতর্ক এমন জায়গায় যাচ্ছে, যাতে করে ‘হতাশ’ হতে হচ্ছে।

শনিবার (২৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে অর্পণ আলোক সংঘের তারুণ্যের সংলাপে তিনি এসব কথা বলেন।

সরকারের উপদেষ্টারা অনেকক্ষেত্রে অসহায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, কারণ আমলারাই সবকিছু নির্ধারণ করে দেয়। যদি গণতান্ত্রিক নির্বাচন করা যায়, তাহলে ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। ছাত্র-জনতার আন্দোলনে যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে যদি কিছুটা হলেও বৈষম্যহীন বাংলাদেশ গড়া যায়, তাহলে কিছুটা হলেও গণঅভ্যুত্থানের মূল্যায়ন হবে।

এসময় সংস্কার চূড়ান্ত পর্যায়ে যেতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, দীর্ঘ অনাচার-অবিচার একদিনে ঠিক করা সম্ভব নয়। অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ সৃষ্টি হয়েছে। তবে, দীর্ঘ জঞ্জাল মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাবে, এটি ভাবার কোনো কারণ নেই। বিচ্ছিন্নভাবে, জোড়াতালি দিয়ে কিছু করা যায় না। এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। ঐক্যবদ্ধ থেকে দুর্নীতির ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ নির্ধারণে কাজ করতে হবে।

আরও খবর

Sponsered content