বিনোদন

আজ শাহনাজ রহমতুল্লাহ মৃত্যুবার্ষিকী,সঙ্গীত গুরুকুলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি!

  প্রতিনিধি ২৩ মার্চ ২০২৫ , ৯:৩৯:৪৮ প্রিন্ট সংস্করণ

আ জা ডেক্স বিনোদন:

বাংলা সংগীত জগতে এক অনন্য নাম শাহনাজ রহমতুল্লাহ। আজ ২৩ মার্চ তাঁর মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি। আধুনিক বাংলা গান, প্লেব্যাক এবং দেশাত্মবোধক গানে তাঁর অবদান এক অমর ঐতিহ্য হয়ে থাকবে।

জন্ম ও বেড়ে ওঠা:
শাহনাজ রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন ২ জানুয়ারি ১৯৫২ সালে, ঢাকায়। তাঁর পরিবার ছিল সংস্কৃতিমনা—বড় ভাই আনোয়ার পারভেজ ছিলেন স্বনামধন্য সুরকার, আরেক ভাই জাফর ইকবাল ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা। এই পরিবেশেই ছোটবেলা থেকে সঙ্গীতচর্চার সুযোগ পান তিনি। শৈশব থেকেই গানকে ভালোবেসে বড় হয়েছেন, যা পরবর্তীতে তাঁর জীবনের মূল পরিচয় হয়ে দাঁড়ায়।

সংগীত জীবনের শুরু:
মাত্র ১১ বছর বয়সে (১৯৬৩ সালে) টেলিভিশনে গান গাওয়ার মাধ্যমে তিনি সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন। অল্প বয়সেই তাঁর কণ্ঠস্বরে মুগ্ধ হয়েছিলেন শ্রোতারা। ধীরে ধীরে রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রে তাঁর গান জায়গা করে নেয়। শৈশবের প্রতিভা একসময় পরিণত হয়ে ওঠে জাতির কণ্ঠস্বর হয়ে।

প্লেব্যাক ও আধুনিক গানে অবদান:
শাহনাজ রহমতুল্লাহ ছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক কণ্ঠশিল্পী। ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত অসংখ্য চলচ্চিত্রে তিনি অমর গান উপহার দিয়েছেন।

তাঁর গাওয়া বিখ্যাত গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য—
• এক নদী রক্ত পেরিয়ে (দেশাত্মবোধক গান)
• একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়
• আমার দেশে হবে সেই ছেলে কবে

দেশাত্মবোধক গানে তাঁর কণ্ঠস্বর নতুন প্রাণ এনে দিয়েছিল। বিশেষ করে মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে তাঁর গান জাতীয় চেতনা ও আবেগকে উজ্জীবিত করেছিল।

ক্যারিয়ারের শীর্ষবিন্দু:
দীর্ঘ ক্যারিয়ারে তিনি আধুনিক বাংলা গানকে এক উচ্চতর মর্যাদায় নিয়ে যান। অসংখ্য গান আজও জনপ্রিয়, যা বিভিন্ন প্রজন্মের শ্রোতার হৃদয়ে সমানভাবে বাজে। সংগীত জীবনের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন।

ব্যক্তিগত জীবন:
শাহনাজ রহমতুল্লাহ সেনা কর্মকর্তা মাহমুদুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পারিবারিক জীবন ও পেশাগত জীবনকে সমন্বয় করেও তিনি দীর্ঘ সময় বাংলা গানের ভুবনে আলো ছড়িয়েছেন।

শেষ জীবন ও প্রয়াণ:
দীর্ঘদিন সংগীত জগৎ থেকে কিছুটা দূরে থাকলেও তাঁর গান কখনও ম্লান হয়নি। ২৩ মার্চ ২০১৯ সালে ঢাকায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পরও তাঁর গাওয়া গানগুলো কোটি শ্রোতার হৃদয়ে বেঁচে আছে, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে।

শ্রদ্ধার্ঘ্য:
বাংলা সংগীতের ইতিহাসে শাহনাজ রহমতুল্লাহ এক অমূল্য সম্পদ। তাঁর কণ্ঠে গাওয়া গান দেশপ্রেম, ভালোবাসা ও জীবনের আবেগকে নতুন মাত্রা দিয়েছে। সঙ্গীত গুরুকুলের পক্ষ থেকে আমরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

তিনি নেই, কিন্তু তাঁর গান আমাদের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবে।

যাচাইকৃত গানতালিকা:
1. ‘যে ছিলো দৃষ্টির সীমানায়’ — টেলিভিশন/‘আনন্দমেলা’; সুর: আলাউদ্দিন আলী, কথা: নজরুল ইসলাম বাবু।
2. ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ — দেশাত্মবোধক (টিভি, ১৯৭৮); সুর: আলাউদ্দিন আলী, কথা: মনিরুজ্জামান মনির।
3. ‘সাগরের তীর থেকে’ — নন-ফিল্ম সিঙ্গেল; সুর: আনোয়ার পারভেজ।
4. ‘সাগরের সৈকতে’ — চলচ্চিত্র ছুটির ফাঁদে (১৯৯০); সুর: আনোয়ার পারভেজ।
5. ‘ঘুম ঘুম চোখে’ — চলচ্চিত্র ঘুড্ডি (১৯৮০); সুর: লাকি আখন্দ, কথা: কাওসার আহমেদ চৌধুরী।
6. ‘পারিনা ভুলে যেতে’ — চলচ্চিত্র শাক্ষী/সাক্ষী (Sakkhi, ১৯৮৩); সুর: আলাউদ্দিন আলী, কথা: গাজী মাজহারুল আনোয়ার।
7. ‘ফুলের কানে ভ্রমর এসে’ — চলচ্চিত্র পিচঢালা পথ (১৯৭০); সুর: রবিন ঘোষ, কথা: মোহাম্মদ মনিরুজ্জামান।
8. ‘এক নদী রক্ত পেরিয়ে’ — চলচ্চিত্র আবার তোরে মানুষ হ (১৯৭৩)-এ তাঁর কণ্ঠে ভার্সন নথিভুক্ত।
9. ‘ও সাত ভাই চম্পা জাগো রে’ — চলচ্চিত্র সাত ভাই চম্পা (১৯৬৮); কথা: খান আতাউর রহমান।
10. ‘অনুরাগে গানে গানে’ — চলচ্চিত্র আঁকা বাঁকা (১৯৭০); সুর: অলতাফ মাহমুদ, কথা: গাজী মাজহারুল আনোয়ার।
11. ‘আমার ছোট্ট ভাইটি’ — চলচ্চিত্র বাবলু (১৯৭০); সুর: করিম শাহাবুদ্দিন, কথা: গাজী মাজহারুল আনোয়ার।
12. ‘দেখা নেই, দেখা হলো’ — চলচ্চিত্র বিনিময় (১৯৭০); সুর: সত্য সাহা, কথা: গাজী মাজহারুল আনোয়ার।
13. ‘বন্ধু আমায় রেখো শুধু’ — চলচ্চিত্র কুয়াশা (১৯৭৭); সুর: আজাদ রহমান।
14. ‘তুমি আসবে এই লগনে’ — চলচ্চিত্র মুক্তি (১৯৬৯); সুর: করিম শাহাবুদ্দিন, কথা: গাজী মাজহারুল আনোয়ার।
15. ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে’ — দেশাত্মবোধক গান; একাধিক শিল্পীর ভার্সনের মধ্যে তাঁর কণ্ঠেও সুবিখ্যাত।

#শাহনাজরহমতুল্লাহ #ShahnazRahmatullah #অমরকণ্ঠশিল্পী #BanglaMusicLegend #PlaybackQueen #BangladeshMusic #বাংলাসঙ্গীত #BanglaPlayback #ModernBanglaSong #BanglaMusicHeritage #JeChiloDrishtirSimanai #EkNodiRoktoPeriye #DeshbhaktiGaan #BanglaCulture #AmarGaanAmarDesh #LegendarySinger #TributeToLegend #RememberingShahnazRahmatullah #BanglaGaan #BanglaSingers #বাংলাগান #PlaybackIcon #BanglaMusicForever #BangladeshCulture #AmarShahnaz

আরও খবর

Sponsered content