সারাদেশ

জেলে কার্ড করানোর নামে অর্থ হাতানোর অভিযোগ গ্রাম আদালতের সহকারীর বিরুদ্ধে

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৪ , ৫:০৮:২৩ প্রিন্ট সংস্করণ

লালমোহন ভোলা প্রতিনিধি :

ভোলার লালমোহনে জেলেদের নামে জেলে কার্ড করিয়ে দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সহকারীর বিরুদ্ধে।ঘটনাটি উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সহকারী মো: রুবেল।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৩ জন জেলের কার্ড করিয়ে দিতে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আরিফ হোসেন বেল্লালের কাছে জনপ্রতি ২হাজার টাকা করে মোট ১৩জনের নামে মোট টাকা নিয়েছেন রুবেল।
বেল্লাল বলেন, টাকাগুলো নিজ হাতে রুবেলের কাছে দিয়েছি। আমার মায়ের মাধ্যমেও রুবেলের কাছে টাকা পাঠিয়েছি। যাদের কার্ডের জন্য টাকা দিয়ছি, তাদের নামে কার্ড না হওয়ায় টাকা ফেরত চাচ্ছেন তারা। তাই রুবেলের কাছে আমি ও মা একাধিকবার গেলেও সে এখন আর আমাদেরকে পাত্তা দেয়না।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, গ্রাম আদালতের প্রকল্পটি আরও আগেই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এরপরও ইউনিয়ন পরিষদে বসে থেকে বিভিন্ন নিবন্ধন, কার্ডসহ নানা সুবিধার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন রুবেল।

এ বিষয়ে জানতে চাইলে পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের সহকারী মো: রুবেল বলেন, আমি বেল্লালের কাছ থেকে কোনো টাকা নেইনি।
এদিকে বেলালের সাথে টাকা নেয়ার বিষয়ে রুবেলের কথোপকথনের একটি রেকর্ড সাংবাদিকের এসে পৌঁছেছে। যাতে জেলে কার্ড করিয়ে দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি প্রতীয়মান হয়।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, রুবেল উপজেলা অফিসের কেউ নয়, আমরা সাধারণ মানুষের সেবা উপজেলা অফিস থেকে বিনামুল্যে নিশ্চিত করি।কেউ যদি অবৈধ লেনদেন করে তাহলে উভয়ই সমান অপরাধী।

আরও খবর

Sponsered content